Saturday, July 29

ভোরে মুখোমুখি রিয়াল-বার্সা

ভোরে মুখোমুখি রিয়াল-বার্সা
কানাইঘাট নিউজ ডেস্ক: ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে কাল এল ক্লাসিকো। মুখোমুখি দুই চির-প্রতিদ্বন্দ্বি ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। যুক্তরাষ্ট্রের হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচ। এদিকে অন্যম্যাচে ভোর ৪টায় ম্যানসিটির প্রতিপক্ষ টটেনহাম।

নতুন মৌসুম শুরুর আগে রিয়াল-বার্সার লড়াই। তাই এই ম্যাচকে ঘিরে ভক্তদের মাঝে রয়েছে বাড়তি উত্তেজনা। ৩৫ বছর পর স্পেনের বাইরে কোথাও মুখোমুখি হচ্ছে রিয়াল ও বার্সেলোনা। স্পেনের বাইরে এটি তাদের দ্বিতীয় এল ক্লাসিকো। ১৯৮২ সালে ভেনিজুয়েলায় মুখোমুখি হয়েছিল এ দুই চির-প্রতিদ্বন্দ্বী। যুক্তরাষ্ট্রে প্রথমবার এল ক্লাসিকো হওয়ায় ধারনা করা হচ্ছে স্টেডিয়ামে ৬৫ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতি থাকবে।

২০১৬-১৭ মৌসুমে শেষ তিনবারের লড়াইয়ে দু-দলের জয়ের পরিসংখ্যান সমান। তবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে এখনও কোর ম্যাচ জেতা হয়নি রিয়ালের। তারওপর মর্যাদার লড়াইয়ে রোনালদোকে পাচ্ছে না রিয়াল। অন্যদিকে চ্যম্পিয়ন্স কাপে টানা দুটি জয় এবং মেসি নেইমরের দুর্দান্ত ফর্ম এগিয়ে রাখছে বার্সাকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়