Wednesday, July 26

ধাওয়ান-পুজারার সেঞ্চুরিতে ভারতের রান উৎসব

ধাওয়ান-পুজারার সেঞ্চুরিতে ভারতের রান উৎসব

কানাইঘাট নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিনে ধাওয়ান-পুজারার সেঞ্চুরিতে রান উৎসব করেছে ভারত।
প্রথম দিনেই ৩ উইকেটে রেকর্ড ৩৯৯ রান তুলে ফেলেছে সফরকারীরা! এটিই শ্রীলঙ্কার মাটিতে সফরকারী দলের এক দিনে সর্বোচ্চ রানের রেকর্ড।

দলে ফেরার টেস্টে ক্যারিয়ার সেরা ১৯০ রানের ইনিংস খেললেন ধাওয়ান। গড়লেন দ্বিতীয় সেশনে সর্বোচ্চ রানের রেকর্ড। দিন শেষে ১৪৪ রানে অপরাজিত পুজারা।

মাত্র ১৬৮ বলে ৩১ চারে এ ইনিংসটি সাজান ধাওয়ান। ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থেকে প্রদীপের বলে ম্যাথিউসকে ক্যাচ দিয়ে ফেরেন বাহাতি এই ব্যাটসম্যান। অপরদিকে দৃষ্টিনন্দন শর্টের ফুলঝুড়ি ছড়িয়ে ২৪৭ বলে ১২টি চারে ১৪৪ রান নিয়ে অপরাজিত আছেন চেতেশ্বর পূজারা।

এদিকে টস জিতে ব্যাট করতে নামার সুযোগ কাজে লাগাতে অবিনব মুকুন্দ। ২৬ বলে ১২ রান করে প্রদীপের শিকারে পরিণত হন। এরপর উইকেটে গেলেন পুজারা, শ্রীলঙ্কার দু:স্বপ্নও হলো শুরু।  এর মধ্যে লঙ্কানদের কপাল পুড়েছে ক্যাচ মিসে। ৩১ রানে স্লিপে ধাওয়ানের সহজ ক্যাচ ছাড়লেন গুনারত্নে। আঙুল ভেঙে ছিটকে গেলেন ম্যাচ থেকেও। যেন লঙ্কানদের ভাগ্যটাও নিয়ে গেলেন সঙ্গে করে।

৭৮ বলে ৬৪ রান নিয়ে লাঞ্চে গিয়েছিলেন ধাওয়ান, চার ছিল মাত্র ৮টি। লাঞ্চের পর শাসকে রুপ নিলেন ধাওয়ান। বিরতিতে গিয়ে বোলার শাসনের মন্ত্রই মনে হয় শিখে এসেছিলেন। দ্বিতীয় সেশনে করলেন ৯০ বলে ১২৬! ১৯৬২ সালে পলি উমরিগরের ১১০ রান ছাড়িয়ে এটিই দ্বিতীয় সেশনে ভারতের হয়ে সবচেয়ে বেশি ব্যক্তিগত রানের রেকর্ড।

লাঞ্চের পর পুজারার ব্যাটও ছিল অসাধারণ। দুজনে মিলে গুঁড়িয়ে দিয়েছেন লঙ্কান বোলিং। অধিনায়ক রঙ্গনা হেরাথ ঘুরিয়ে-ফিরিয়ে বোলিংয়ে এনেছেন বোলারদের, সাজিয়েছেন রক্ষনাত্মক ফিল্ডিং। তবু বাধা দেওয়া যায়নি রানের স্রোতে।

১১০ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন ধাওয়ান। ১৪৭ বলে ছুঁয়েছেন দেড়শ। আগের সর্বোচ্চ ১৮৭ ছাড়িয়ে ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। এরপরই প্রদিপকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়লেন মিড অফে। প্রদিপ ওই স্পেলেই বাউন্সারে ফিরিয়েছেন বিরাট কোহলিকে। তবে অজিঙ্কা রাহানের সঙ্গে আরেকটি বড় জুটি গড়েছেন পুজারা।

দিনজুড়ে প্রায় একই গতিতে খেলে গেছেন পুজারা। ৪৯ টেস্টে দ্বাদশ সেঞ্চুরিতে দিন শেষে অপরাজিত ২৪৭ বলে ১৪৪ রানে।  শ্রীলঙ্কার বোলিংয়ে যা একটু আলো ছিল কেবল প্রদিপের। দিনের তিনটি উইকেট নিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়