Sunday, July 23

কানাইঘাটে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়


নিজস্ব প্রতিবেদক: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এইচএসসি পরীক্ষায় কানাইঘাট উপজেলার কলেজগুলির ফলাফল বিপর্যয় ঘটেছে। কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায় নি। তবে শিক্ষাবোর্ডের পাশের গড় অনুযায়ী দু’একটি প্রতিষ্ঠান ভালো ফলাফল করেছে। ঐতিহ্যবাহী কানাইঘাট ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৪০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ ২৯৩ জন, কানাইঘাট মহিলা কলেজ ৩৯ জনের মধ্যে ২৯ জন, চরিপাড়া স্কুল এন্ড কলেজ ৪০ জনের মধ্যে ৩১ জন, দূর্গাপুর স্কুল এন্ড কলেজ ৩০ জনের মধ্যে ২৩জন, মালিকনাহার একাডেমী ১৮০ জনের মধ্যে ১৪৭ জন, শিকদার ফাউন্ডেশন কলেজ ৭১ জনের মধ্যে ৫৫ জন, ঝিঙ্গাবাড়ী স্কুল এন্ড কলেজ ৩৯ জনের মধ্যে ৩৫ জন, গাছবাড়ী আইডিয়াল কলেজ ১৮৫ জনের মধ্যে ১৪৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিশেষ করে উপজেলা পর্যায়ে কোন শিক্ষার্থী জিপিএ-৫ না পাওয়ায় হতাশ হয়েছেন অভিভাবক ও বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ। সার্বিক ফলাফল বিপর্যয়ে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আসক্তির কারণ সহ অভিভাবকদের সন্তানদের প্রতি নজরদারি না থাকা এ ফল বিপর্যয় হয়েছে বলে সচেতন মনে করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়