Sunday, July 30

কানাইঘাটে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে উত্তেজনা, শিক্ষা বোর্ডে অভিযোগ


নিজস্ব প্রতিবেদক:: কানাইঘাটে চরিপাড়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা যায়,উপজেলার সাতবাঁক ইউপির সুনামধন্য বিদ্যাপিঠ চরিপাড়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। এরই প্রতিবাদে গত শুক্রবার সন্ধ্যা ৭টায় লোভারমুখ বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান মোবারকের সভাপতিত্বে ও আমির উদ্দিনের পরিচালনায় কমিটির বিরুদ্ধে বক্তব্য রাখেন ৩নং ওর্য়াডের ইউপি সদস্য শাইকুল আলম, আব্দুল হান্নান, আবু শহিদ, তোফায়েল হোসেন প্রমুখ। বিপুল সংখ্যক অভিভাবক সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে সরব হয়ে উঠে প্রতিবাদ সভাস্থল। তারা এ কমিটিকে পকেট কমিটি আখ্যায়িত করে গত ২৫ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সাতবাঁক ইউপি চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায় চরিপাড়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মামলা জনিত কারনে দীর্ঘদিন থেকে অনুপস্থিত থাকায় বিদ্যাপিঠটির লেখাপড়া থুবড়ে পড়েছে। প্রধান শিক্ষক ও ভাইস প্রিন্সিপালের অনুপস্থিতির সুযোগে রাতের অন্ধকারে সিলেটের একটি হোটেলে ম্যানেজিং কমিটি নামে একটি পকেট কমিটি গঠন করা হয়েছে। এতে এলাকার সর্বস্থরের লোকজন সহ অভিভাবকগণ ফোঁসে উঠেছেন। এমনকি যে কোন সময় এ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে বলে তারা অভিযোগে উল্লেখ করেন। এব্যাপারে এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল হান্নান জানান সম্পুর্ণ নিয়মনীতি উপেক্ষা করে অভিভাবক সদস্যদের না জানিয়ে রাতের অন্ধকারে সিলেটের একটি হোটেলে বসে পকেট কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের দায়িত্বে থানা প্রিজাইটিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা বড় অংকের উৎকোচের মাধ্যমে কমিটি অনুমোদন দিয়েছেন বলে তারা অভিযোগ করেন। এ কমিটি এলাকাবাসী ও অভিভাবক সদস্যরা কখনো মেনে নিবেন না দাবী করে বলেন দ্রুত এ পকেট কমিটি ভেঙ্গে সকল অভিভাবক সদস্যদের প্রত্যেক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক নিয়মে ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। অন্যতায় মিছিল মিটিং সহ আন্দোলন আরো জোরদার করা হবে বলে তারা জানান। এদিকে বিদ্যালয়ের দায়িত্বে থাকা শিক্ষক ইসলাম উদ্দিন জানান প্রতিবারের ন্যায় যথা নিয়মে পুরানো কমিটির মেয়াদের শেষ প্রান্তে বিদ্যালয়ে বসে সকল অভিভাবক সদস্যের মতামতের আলোকে এবারও ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের অভিযোগের প্রেক্ষিতে প্রিজাইটিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা কৃষি কর্মকর্তা মুনসী তোফায়েল হোসেন জানান বড় অংকের উৎকোচ শব্দটি ডাহা মিথ্যা, এসবের প্রশ্নই উঠে না। তবে কমিটি গঠনের ব্যাপারটি তাদের অভ্যন্তরীন দন্ধ হতে পারে। এলাকার অভিভাবক সদস্যদের মাধ্যমে অন্যান্য বিদ্যাপিঠের ন্যায় চরিপাড়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও তিনি জানান কমিটি গঠনের পুর্বে কোন অভিভাবক সদস্যদের কেউ কমিটি গঠনের ব্যাপারে কোন ধরনের অভিযোগ করেননি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়