Wednesday, July 5

৫ লাখ টন লবন আমদানির সিদ্ধান্ত

৫ লাখ টন লবন আমদানির সিদ্ধান্ত
কানাইঘাট নিউজ ডেস্ক: উৎপাদন কমে যাওয়ায় দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পাঁচ লাখ মেট্রিক টন অপরিশোধিত লবন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে কয়েক দিনের মধ্যে লবণ আমদানির বিষয়ে ‘এসআরও’ জারি করা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবদিক বিবেচনায় নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ লাখ মেট্রিক টন অপরিশোধিত লবণ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, মে মাসে ঘূর্ণিঝড় মোরায় এবং এরপর ভারী বৃষ্টির কারণে লবণ উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়।

শিল্প মন্ত্রণালয়ের হিসাবে এ বছর দেশে লবনের চাহিদা ১৫ দশমিক ৭৬ লাখ মেট্রিক টন, এর বিপরীতে দেশে লবন উৎপাদন হয়েছে ১৩ লাখ ৬৪ হাজার মেট্রিক টন। ঘাটতি রয়েছে দুই লাখ ১২ হাজার মেট্রিক টন। ঘুর্ণিঝড় ‘মোরা’ এবং বৃষ্টির কারণে এ বছর লবন উৎপাদন ব্যাহত হয়েছে। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়