Saturday, June 10

সেলিম উদ্দিন এমপি আজ কানাইঘাট আসছেন

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য আলহ্বাজ সেলিম উদ্দিন আজ শনিবার কানাইঘাটে  আসছেন।  তিনি ঐ দিন বিকেল ২টায় সমাজ সেবা মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার ২ নংলক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির লোভাছড়া ও নুনছড়ায় চা শ্রমিকদের মধ্যে লোভাছাড়া চা বাগানে বিনামূল্যে খাদ্য দ্রব্য বিতরণ করবেন। এছাড়া সেলিম উদ্দিন এমপি বিকেল ৪টায় কানাইঘাট ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও পরবর্তী বড়চতুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। তাছাড়া  সেলিম উদ্দিন এমপি কানাইঘাটের আরো বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়