Saturday, June 10

অাবারো কোহলিদের কোচ কুম্বলে

অাবারো কোহলিদের কোচ কুম্বলে

কানাইঘাট নিউজ ডেস্ক: আবারো ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেয়েছেন বর্তমান কোচ অনিল কুম্বলে। তার মেয়াদ শেষ হওয়ায় আবারো কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড।

কোচ নিয়োগের উপদেষ্টা কমিটি  শচীন টেণ্ডুলকর, সৌরভ গাঙ্গুলি এবং ভিভিএস লক্ষ্মণ আলাপ আলোচনার পর এই সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের পর লন্ডনে বিসিসিআই সিইও রাহুল জোহরির সঙ্গে বৈঠকে বসেন তারা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২৬ জুন বিসিসিআইয়ের সাধারণ বৈঠকে তাতে সকলের অনুমোদন নেওয়া হবে। বৈঠকে হাজির থাকবেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও।

বৃহস্পতিবার রাতে একটি বিবৃতি জারি করে বিসিসিআই। সেই বিবৃতিতে বলা হয়, ভারতীয় দলের হেড কোচ নির্বাচন নিয়ে বৈঠকে বসেছিল বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটি। বর্তমান কোচকেই রাখার পক্ষপাতী তারা।

উপদেষ্টা কমিটি যাই সিদ্ধান্ত নিক না কেন, বিসিআই তাতে সমর্থন জানাবে বলে বৈঠকের আগেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি সিকে খান্না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়