Friday, June 9

কানাইঘাটের সুরইঘাট বাজারে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত অর্ধশতাধিক


নিজস্ব প্রতিবেদক: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শক্রবার বিকেল পৌনে ৫টার দিকে কানাইঘাট সুরইঘাট বাজারে ২ গ্রামবাসীর মধ্যে ঘন্টা ব্যাপী সংর্ঘষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে কানাইঘাট থানার বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুত্বর আহত অবস্থায় নয়াগ্রামের আব্দুল মতিনের পুত্র তেরা মিয়া (৩৫), মৃত নুর উদ্দিনের পুত্র আবুল (৪৫), আফতাব উদ্দিনের পুত্র ছইদ উল্লাহ (২৫), মৃত মাহমুদ আলীর পুত্র আফতাব উদ্দিন (৪৫), নয়াখেল গ্রামের মৃত আহমদ আলীর পুত্র শফিকুল হক (৪৫), মৃত কুটি মিয়ার পুত্র শাহীন আহমদ (২৫) কে সিলেট সিওমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জনকে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রে জানা যায়, শুক্রবার সুরইঘাট বাজারে হাটের দিন ছিল। বাজারের ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য মঈন উদ্দিনের দোকানের সামনে রাস্তায় কানাইঘাট লক্ষীপ্রসাদ ইউপির নয়াগ্রামের কয়সর আহমদ ক্যারিকাভ চালানোর সময় একই ইউপির নয়াগ্রামের হরুহোনা নামে এক ব্যক্তির গায়ে ধাক্কা দিলে এ নিয়ে ক্যারিকাভ চালক কয়ছর আহমদের সাথে হরুহোনা ও তার ভাতিজা শাহীনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এ নিয়ে বাজারে অবস্থানরত নয়াগ্রাম ও নয়াখেল গ্রামে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র, ইট-পাটকেল নিয়ে বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। উভয় পক্ষের মধ্যে ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপে ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তুচ্ছ এ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের পর উভয় গ্রামের লোকজনের মধ্যে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ কানাইঘাট নিউজকে জানিয়েছেন, দুই গ্রামবাসীর মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়