Saturday, June 24

রংপুরে ট্রাক উল্টে নিহত ১৬

রংপুরে ট্রাক উল্টে নিহত ১৬

কানাইঘাট নিউজ ডেস্ক: রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি নামক স্থানে যাত্রীবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলে ১১ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ৫ জনসহ মোট ১৬ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন।  আজ শনিবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকটিতে সবাই বিভিন্ন জায়গা থেকে ঈদ করতে বাড়ি যচ্ছিলেন। ট্রাকটি কলাবাড়ি নামক স্থানে পৌঁছালে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হন। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে আরও ৫ জন মারা যান।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিমেন্টবোঝাই ট্রাকটি গাজীপুর থেকে রংপুরের দিকে যাচ্ছিল। কলাবাড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ছাদে থাকা মানুষ পড়ে গিয়ে সিমেন্টের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই নিহত হয়েছেন ১১ জন। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও পাঁচজন নিহত হন। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়