Saturday, June 24

কানাইঘাট পাথর ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফিল


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেছেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের জীবন যাপন পরিচালিত করতে পারলে সমাজে শান্তি ও সম্প্রীতি রক্ষা করা সম্ভব। তিনি ইসলামের সঠিক বিধি বিধান মেনে চলার উপর গুরুত্বারূপ করে আরো বলেন, কানাইঘাটের সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নে সবাইকে, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান। সেই সাথে পবিত্র ঈদ-উল-ফিতর কানাইঘাট বাসী যাতে করে শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারেন এজন্য কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করার জন্য আহ্বান জানিয়েছেন। ওসি আব্দুল আহাদ শনিবার বিকেল ৪টায় কানাইঘাট মুলাগুল নয়াবাজারে লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সমিতির সভাপতি বিশিষ্ট পাথর ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের সদস্য বিশিষ্ট পাথর ব্যবসায়ী হাজী আলমাছ উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান শমসের আলম, পূবালী ব্যাংক কানাইঘাট শাখার ব্যবস্থাপক কবির আহমদ চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন,সমিতির সহ সভাপতি শরিফ উদ্দিন, ছয়ফুল আলম, সহ সাধারণ সম্পাদক সুহেল আহমদ চৌধুরী, সহ কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, প্রচার সম্পাদক তুতা মিয়া, কান্দলা নয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাজ উদ্দিন, সদস্য শমছুর রহমান, আজির উদ্দিন, আব্দুল আহাদ, ফারুক আহমদ, আফজাল হোসেন, হাবিবুল বাসার, সেলিম আহমদ, মুহিবুর রহমান, আলমাছ উদ্দিন, মোহাম্মদ আলী, আব্দুল্লাহ চৌধুরী, আশরাফুল আম্বিয়া, আবু তাহের, আব্দুল কাইয়ুম, তাজ উদ্দিন প্রমূখ। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়