Sunday, June 25

ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা নেই

ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা নেই

কানাইঘাট নিউজ ডেস্ক:  বাংলার প্রকৃতিতে চলছে বর্ষাকাল। সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। এ দুইয়ের প্রভাবে ঈদের পরের দিনগুলোতে দেশে বৃষ্টির দেখা মিলতে পারে। তবে ঈদের দিন দেশের বেশির ভাগ এলাকাই শুষ্ক থাকতে পারে। ফলে ঈদের জামাত মোটামুটি বৃষ্টির বিড়ম্বনাহীন হতে পারে। দেশের আবহাওয়া অধিদপ্তর এমনই আভাস দিচ্ছে।

আবহাওয়াবিদরা বলেছেন, এ মুহূর্তে মৌসুমী বায়ু কম সক্রিয়। এটা উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। লঘুচাপের গতি-প্রকৃতিতে মনে হচ্ছে, এটি নিন্মচাপে পরিণত হলেও ঈদের আগে এর রেশ পড়বে না। তবে ঈদের পর বৃষ্টি থাকতে পারে।

বাংলাদেশ আবহাওয়া বিভাগের (বিএমডি) একজন কর্মকর্তা বলেন, ঈদের দিন বা আগে-পরে ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকা মোটামুটি শুষ্কই থাকবে। তবে ঢাকা বিভাগে দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোতেও বৃষ্টি হবে। তবে তা টানা হবে না। সারা দেশের আকাশ মেঘলা থাকবে।

বিএমডির কর্মকর্তা বজলুর রশীদ বলেন, সাগরের লঘুচাপের বিদ্যমান, তবে এটি ঈদের দিন পর্যন্ত প্রভাব ফেলবে না। যদি এটি নিন্মচাপে পরিণত হয়, সে ক্ষেত্রে ঈদের পরদিন বা ২৭ জুন প্রভাব বিস্তার করতে পারে। এখন পর্যন্ত মনে হচ্ছে, এটি খুলনা অঞ্চল দিয়ে প্রবেশ করবে। সে ক্ষেত্রে খুলনা ও বরিশাল অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হবে।

শনিবার সকাল ৯টায় বিএমডি আগের ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায় সিলেট, খুলনা, বরিশাল ও রংপুর অঞ্চলের অধিকাংশ স্থানে বেশ বৃষ্টি হয়েছে। ঢাকা অঞ্চল বৃষ্টিশূন্য ছিল। চট্টগ্রাম অঞ্চলে দু’এক জায়গায় বৃষ্টি হয়েছে। একই পরিস্থিতি রাজশাহী বিভাগেরও। এ সময়ে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ৪৬ মিলিমিটার।

মার্কিন ওয়েদার চ্যানেল ওয়েদারডটকম বলছে, রোববার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ৮০ শতাংশ। তবে ঈদের দিন বা সোম এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়