Thursday, June 1

বাজারে আসুসের কনভার্টেবল ল্যাপটপ

বাজারে আসুসের কনভার্টেবল ল্যাপটপ
কানাইঘাট নিউজ ডেস্ক: পাতলা কনভার্টেবল ল্যাপটপ বাজারে এনেছে আসুস। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে ‘জেনবুক ফ্লিপ এস’ মডেলের নতুন ল্যাপটপটি উন্মোচন করেছে তাইওয়ানিজের এ প্রতিষ্ঠান।

১৩.৩ ইঞ্চি স্ক্রিনের জেনবুক ফ্লিপ এস কনভার্টেবল ল্যাপটপটির ওজন মাত্র ১.১ কেজি, যা এইচপির স্পেক্টর এক্স৩৬০ ও অ্যাপলের ম্যাকবুক এয়ার ল্যাপটপ থেকেও হালকা। এই ল্যাপটপটির দাম ১ হাজার ৯৯ ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৭ হাজার টাকা।

ল্যাপটপটিতে রয়েছে সপ্তম প্রজন্মের ইন্টেল কোর আই-সেভেন ৭৫০০ইউ প্রসেসর, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সেন্সর, ৪কে ডিসপ্লে, স্টাইলাশ পেন সাপোর্ট প্রভৃতি অত্যাধুনিক ফিচার।

আসুসের নতুন এই ‘টু-ইন-ওয়ান’ সুবিধার ল্যাপটপটিকে ট্যাবলেট পিসি হিসেবে ব্যবহার করা যাবে। এর স্ক্রিন ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়। জেনবুক ফ্লিপ এস মাত্র ১০.৯ মিলিমিটার পাতলা।

এছাড়া ১১.৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধার ল্যাপটপটি মাত্র ৫০ মিনিট চার্জে ৭ ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক