Monday, May 8

কানাইঘাটে যক্ষ্মা বিষয়ে অবহিতকরণ সভা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে এন.এফ.এম টিবি কন্ট্রল প্রোগ্রাম হীড বাংলাদেশের ব্যবস্থাপনায় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে যক্ষ্মা বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছের সভাপতিত্বে ও হীড বাংলাদেশের কানাইঘাটের টিএলসিএ সুবোধ চন্দ্র দাসের পরিচালনায় উক্ত অবহিত করন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ সাঈদ এনাম। কানাইঘাট উপজেলায় যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এবং এ রোগের প্রাদুর্ভাব থেকে জনগণকে আরো সচেতন করার জন্য বিভিন্ন সু-পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রুবাবা বাশার, হীড বাংলাদেশের সিলেটের সুপার ভাইজার জিতু পাল, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, হীড কানাইঘাট অফিসের প্রদীপ চন্দ্র দাস। গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নানা শ্রেণি পেশার লোকজনদের মধ্যে বক্তব্য রাখেন, হাজী আব্দুল হেকিম, বদরে আলম বাবু, মাষ্টার আফতাব উদ্দিন, আছাদ উদ্দিন, সামাদ উদ্দিন প্রমুখ। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিনটি দীর্ঘদিন ধরে অকেজো থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে আগত সেবা প্রাপ্তিরা নানা ধরনের প্রতিবন্ধকতার স্বীকার হচ্ছেন। যক্ষ্মা রোগীদের এক্স-রে নির্ণয় করা যায় না স্বাস্থ্য কমপ্লেক্সে। একটি ডিজিটাল এক্স-রে মেশিন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। অবহিত করন সভায় হীড বাংলাদেশের কানাইঘাট অফিসের কর্মকর্তারা জানান, নিয়মিত ঔষধ খেলে যক্ষ্মা রোগী সম্পূর্ণ ভাবে সুস্থ হয়। যাবতীয় যক্ষ্মা রোগীর চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়