Thursday, April 13

নববর্ষ উপলক্ষে শিশু একাডেমীর বর্ণাঢ্য আয়োজন

নববর্ষ উপলক্ষে শিশু একাডেমীর বর্ণাঢ্য আয়োজন

কানাইঘাট নিউজ ডেস্ক:বাংলা নববর্ষ ১৪২৪ বঙ্গাব্দকে বরণ করতে শুক্রবার পহেলা বৈশাখে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমী।

দিবসটি উপলক্ষে একাডেমীর শহীদ মতিউর মুক্তমঞ্চে সকাল ৯টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি সকাল সাড়ে ৯টায় 'বৈশাখে রং লাগাও প্রাণে' এই শিরোনামে ক্যানভাসে ছবি এঁকে অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম।

এই আয়োজনটি বাংলাদেশ শিশু একাডেমী কেন্দ্রীয় কার্যালয়সহ ৬৪টি জেলা ও ৬টি উপজেলায় একই সঙ্গে অনুষ্ঠিত হবে। উদ্বোধনের পর রয়েছে বাউলশিল্পী কুদ্দুস বয়াতী, শিল্পী ফেরদৌস আরা এবং শিশু একাডেমীর প্রশিক্ষণার্থীদের এসো হে বৈশাখ এসো এসোসহ অন্যান্য সংগীত পরিবেশন।

এছাড়া শিশু একাডেমী প্রাঙ্গণে শিশুদের জন্য পুতুল নাচ, লাঠিখেলা, পাপেট শো, ঢোলের বাদ্যি, বানরখেলা ও বায়োস্কোপ দেখার ব্যবস্থা থাকবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়