Sunday, February 19

'বাবার শূন্যতা কখনো পূরণ হবার নয়'

'বাবার শূন্যতা কখনো পূরণ হবার নয়'
বিনোদন ডেস্ক: ২০১৩ সালে বাবাকে হারান জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বাবার প্রতি সব সময়ই নিজের ভালোবাসা প্রকাশ করে এসেছেন তিনি। এমনকি তার হাতেও ট্যাটু আঁকা আছে যেখানে লেখা, ‘ড্যাডিস লিল গার্ল।’

গতকাল (১৮ ফেব্রুয়ারি) ছিল এ অভিনেত্রীর বাবা-মায়ের বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনটিতে বাবাকে স্মরণ করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন প্রিয়াঙ্কা।

ইনস্টাগ্রামে বাবা-মায়ের বিয়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘মা এবং বাবা বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। কোনো কিছুই তার (বাবার) শূন্যতা পূরণ করতে পারবে না। কিন্তু কিছু অসাধারণ স্মৃতি আমরা কখনই ভুলতে পারব না। আমি তোমাকে ভালোবাসি মা।’

প্রিয়াঙ্কার বাবা অশোক চোপড়া ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসক ছিলেন। ২০০৮ সাল থেকে ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১৩ সালের ১০ জুন মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়