Sunday, February 19

দ্বিতীয়-টি-টোয়েন্টিতেও-শ্রীলঙ্কার-নাটকীয়-জয়

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার নাটকীয় জয়
কানাইঘাট নিউজ ডেস্ক: রোমাঞ্চকর ম্যাচে আবারো শেষ বলে চার মেরে অস্ট্রেলিয়াকে হতাশায় ডুবাল শ্রীলঙ্কা। এই জয়ে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ২-০তে জিতে নিল লঙ্কানরা।

গুনারত্নের অবিশ্বাস্য ব্যাটিংয়েই এই অসাধ্য সাধন করেছে শ্রীলঙ্কা। ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪০ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। একটা সময় বলের তুলনায় রান এত বেশিই প্রয়োজন ছিল যে অনেকেই অস্ট্রেলিয়ার নিশ্চিত জয় ধরে নিয়েছিলেন।

ম্যাচের রংটা বদলে গেছে ১৯তম ওভারে। আগের তিন ওভারে মাত্র ১৬ রান দেওয়া ময়েজেস হেনরিকস যখন বোলিংয়ে এলেন। প্রথম বলটা ডট। শ্রীলঙ্কার জয়ের সমীকরণ দাঁড়াল ১১ বলে ৩৬। এরপরই ছক্কার হ্যাটট্রিক করেন গুনারত্নে। পঞ্চম বলটা আবারও ডট, শেষ বলে আবারও কভার দিয়ে চার। এক ওভারেই ২২ রান তুলে হঠাৎ করেই ম্যাচে ফেরে শ্রীলঙ্কা।

শেষ ওভারে প্রথম বলে নুয়ান কুলাসেকারা আউট হলেও গুনারত্নে ছিলেন ভরসা হয়ে। প্রথমে চার, তৃতীয় বলেই ছক্কা। এরপর ৩ বলে ৪ রানের সহজ সমীকরণে নামিয়ে আনেন ডানহাতি এই ব্যাটসম্যান। সেটাই হলো, শেষ বলের চারে নায়ক হয়েই মাঠ ছেড়েছেন ৪৬ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলা গুনারত্নে। তার ম্যাচ জেতানো ইনিংসটি ৬টি চার ও ৫টি ছক্কায় গড়া।

এর আগে নতুন ভেন্যু জিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে রোববার টস হেরে ব্যাট করতে নেমে শেষ বলে ১৭৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

লক্ষ্য তাড়ায় তালগোল পাকিয়ে বিপদে পড়ে অতিথিরা। পঞ্চম ওভারে ৪০ রানের মধ্যে ফিরে যান পাঁচ ব্যাটসম্যান। এরপরই শুরু হয় গুনারত্নের লড়াই। ৫২ রানের জুটিতে তাকে খানিকটা সঙ্গ দেন চামারা কাপুগেদারা (৩২ বলে ৩২)।

দ্রুত ফিরেন সিকুগে প্রসন্ন। দুটি চারে ১২ রান করে বিদায় নেন নুয়ান কুলাসেকারা। প্রায় একার লড়াইয়ে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দেন গুনারত্নে।

শেষ ওভারের প্রথম বলে কুলাসেকারা ফিরে গেলেও অবিচল ছিলেন তিনি। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই ম্যাচ সেরার পুরস্কারও জিতলেন গুনারত্নে।

এর আগে তৃতীয় ওভারে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে হারানো অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন মাইকেল ক্লিঙ্গার (৪৩) ও বেন ডাঙ্ক (১৪ বলে ৩২)। ২ উইকেটে ১১৩ রানের দৃঢ় অবস্থানে থাকা স্বাগতিকদের পৌনে দুইশ’ রানের কাছাকাছি নিয়ে যান হেনরিকেস।

নিয়মিত উইকেট পতনের মধ্যে ৩৭ বলে দুটি করে ছক্কা-চারে অপরাজিত ৫৬ রান করেন হেনরিকেস।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়