কানাইঘাট নিউজ ডেস্ক: আয়েমা
নামের এক ইন্দোনেশিয়ান নারী মাত্র ৯০ ডলারের (৪০০ রিংগিত) বিনিময়ে খুন
করেছে কিম জং ন্যামকে। কিন্তু সে খুন করার উদ্দেশ্যে তার মুখে নার্ভ
এজেন্ট দেয়নি বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা। একটি রিয়ালিটি শো
হচ্ছে এমনটা জেনে ইন্দোনেশিয়ান এই নাগরিক কিম জং ন্যামের মুখে একটি কাগজ
ঘসে দেয়। এ সময় তার হাতে শিশুদের গায়ে মাখানোর তেলের মত একটি উপাদান ছিল
বলে সে স্বীকার করে।
ইন্দোনেশিয়া দূতাবাস থেকে মালয়েশিয়ায় আটক এই নারীর সাক্ষাতকার নেয়ার পর বিষয়টি জানা যায়। মালয়েশিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়ান দূতাবাসের তিন কর্মকর্তা সিতি আয়েশা নামের নারীর সঙ্গে দেখা করে জানান, আমরা তার সঙ্গে কথা বলেছি। তার ভাষ্যমতে, সে নির্দোষ। কেননা একটি মজাদার রিয়ালিটি শো’র অংশ হিসেবে তিনজন জাপানি চেহারার মানুষ তার সঙ্গে দেখা করে এবং মালয়েশিয়ান মুদ্রায় ৪০০ রিংগিত প্রদান করে। মেয়েটিকে বলা হয়, মজাদার এই বিষয়টি রেকর্ড করা হবে।
অবশ্য মালয়েশিয়ার পুলিশ এই নারীর বক্তব্য সম্পূর্ণ সমর্থন করছে না। তারা জানায়, আমরা মেয়েটিকে পরীক্ষা করে দেখেছি। নার্ভ এজেন্টে তার শরীরের কোন ক্ষতি হয়নি। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখব। এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে এবং আরো সাতজনকে খুঁজছে পুলিশ। সূত্র: বিবিসি।
ইন্দোনেশিয়া দূতাবাস থেকে মালয়েশিয়ায় আটক এই নারীর সাক্ষাতকার নেয়ার পর বিষয়টি জানা যায়। মালয়েশিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়ান দূতাবাসের তিন কর্মকর্তা সিতি আয়েশা নামের নারীর সঙ্গে দেখা করে জানান, আমরা তার সঙ্গে কথা বলেছি। তার ভাষ্যমতে, সে নির্দোষ। কেননা একটি মজাদার রিয়ালিটি শো’র অংশ হিসেবে তিনজন জাপানি চেহারার মানুষ তার সঙ্গে দেখা করে এবং মালয়েশিয়ান মুদ্রায় ৪০০ রিংগিত প্রদান করে। মেয়েটিকে বলা হয়, মজাদার এই বিষয়টি রেকর্ড করা হবে।
অবশ্য মালয়েশিয়ার পুলিশ এই নারীর বক্তব্য সম্পূর্ণ সমর্থন করছে না। তারা জানায়, আমরা মেয়েটিকে পরীক্ষা করে দেখেছি। নার্ভ এজেন্টে তার শরীরের কোন ক্ষতি হয়নি। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখব। এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে এবং আরো সাতজনকে খুঁজছে পুলিশ। সূত্র: বিবিসি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়