Sunday, February 5

মে মাসে ইতালিতে যাবেন ট্রাম্প

মে মাসে ইতালিতে যাবেন ট্রাম্প
কানাইঘাট নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসে ইতালিতে জি-৭ সম্মেলনে যোগ দেবেন। এটা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এ মহাদেশে তার প্রথম সফর হতে পারে।

হোয়াইট হাউস জানায়, ট্রাম্প সিসিলির তাওরমিনায় সাত শীর্ষ শিল্পোন্নত দেশের বৈঠকে যোগ দেবেন। ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেনতিলোনির সঙ্গে টেলিফোনে তার কথা বলার পর এ কথা জানানো হয়।

হোয়াইট হাউস জানায়, টেলিফোনে আলাপকালে ট্রাম্প ন্যাটোর প্রতি মার্কিন অঙ্গীকার এবং প্রতিরক্ষা ব্যয়ের বোঝা ন্যাটোর সব মিত্রদের বহন করার ওপর গুরুত্বারোপ করেন।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স চলতি মাসের শেষে মিউনিখ ও ব্রাসেলসে নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে পারেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর সদর দপ্তর যথাক্রমে মিউনিখ ও ব্রাসেলসে। সূত্র: বাসস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়