Sunday, February 5

কানাইঘাটে ভেজাল বিরোধী অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা


নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভোক্তা অধিকার আইনে কানাইঘাট বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৩টি রেস্টুরেন্ট, একটি ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম ও কানাইঘাট উপজেলার ফুড ইন্সপেক্টর আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান চালিয়ে বাসি খাবার বিক্রির অপরাধে কানাইঘাট বাজারের অভিযাত মিষ্টি ভান্ডারকে ৫হাজার, ভাই ভাই মিষ্টি ভান্ডারকে ৪হাজার, দিবারাত্রি রেস্টুরেন্টকে ৩হাজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে শফিক মেডিকেল হলকে ৮ হাজার, মধুবন মিষ্টান্নকে ১হাজার টাকা নগদ জরিমানা আদায় করেন। পরে মেয়াদোত্তীর্ণ এসব ঔষধপত্র কানাইঘাট থানা প্রাঙ্গনে পুড়িয়ে ফেলা হয়। অভিযানের সময় কানাইঘাট থানার এএসআই আব্দুল মন্নান উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার আইনের ৯ ধারায় এসব জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়