Friday, February 3

শাহজালাল বিমানবন্দরে ৪টি সোনার বার উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে ৪টি সোনার বার উদ্ধার

কানাইঘাট নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে আধা কেজি ওজনের চারটি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। যার আনুমানিক মূল্য ২৪ লক্ষ টাকা।

গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম আওলাদ হোসেন নামে ওই যাত্রীর জুতার তলা থেকে সোনার বারগুলো উদ্ধার করে।

গ্রেপ্তার হওয়া আওলাদ হোসেনের বাড়ি গাজীপুরে। তিনি দুবাইয়ের শারজাহতে থাকতেন।

ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে গতকাল রাত নয়টার দিকে ঢাকা আসেন আওলাদ। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করে প্রিভেনটিভ টিম। তল্লাশির একপর্যায়ে তার জুতার সোলের মধ্যে চারটি সোনার বার পাওয়া যায়।

ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, উদ্ধার হওয়া সোনার বারগুলোর মোট ওজন ৪৬৪ গ্রাম। মূল্য প্রায় ২৪ লাখ টাকা। এ ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। 
সূত্র: বিডিলাইভ ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়