নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার এক জরুরী সভা রবিবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি তাহসিনা বেগমের সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মস্তাক আহমদ পলাশ চেয়ারম্যানের পরিচালনায় উক্ত জরুরী সভায় ক্রীড়া সংস্থার সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আগামী মঙ্গলবার উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আন্তঃইউপি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় নির্ধারনী খেলা উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এবং আগামী ১১ ফেব্রুয়ারী কানাইঘাট পৌরসভা ফুটবল একাদশ বনাম ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপি ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্টিত হবে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন্দ্র শিকদার এম.পি। উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার প্রধান উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা আ’লীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, খেলা শৃঙ্খলা কমিটির সভাপতি পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ। লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা। দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউপির সাবেক চেয়ারম্যান মুবেশির আলী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম হারুন, মীর মোঃ আব্দুল্লাহ, ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, ইকবাল হোসেন, সাংবাদিক নিজাম উদ্দিন সহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়