Sunday, February 5

চট্টগ্রামে এক লেখিকার স্মরণসভায় আরেক লেখিকার মৃত্যু

চট্টগ্রামে এক লেখিকার স্মরণসভায় আরেক লেখিকার মৃত্যু

কানাইঘাট নিউজ ডেস্ক: সদ্য প্রয়াত রম্য লেখিকা ফাহমিদা আমিনের স্মরণসভায় নিজের বক্তব্য শেষ করেই চট্টগ্রামের আরেক লেখিকা জেসমিন খান মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে রম্য লেখিকা ফাহমিদা আমিনের স্মরণসভার আয়োজন করেছিল প্রফেসর মো. খালেদ ফাউন্ডেশন। ওই অনুষ্ঠানের মিলনায়তনে তিনি মারা যান।

ফাউন্ডেশনের চেয়ারম্যান শাখাওয়াত হাসেন মজনু এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফাহমিদা আমিনের স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন লেখিকা জেসমিন খান। স্মরণসভা শুরুর পর জেসমিন খান ফাহমিদা আমিনকে স্মরণ করে বক্তব্য দেন এবং প্রয়াত লেখিকার উদ্দেশে একটি চিঠি পাঠ করেন।

নিজের বক্তব্য শেষ করে আসনে বসার পরপরই তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিক তাকে প্রেসক্লাবের কাছেই একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
সূত্র:বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়