
কানাইঘাট নিউজ ডেস্ক: ভালোবাসার
টানা-পোড়নের গল্প নিয়ে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে তৈরি হয় স্বল্পদৈর্ঘ্য
চলচ্চিত্র ‘গহীনের জলছাপ’। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন ‘হাজার বছর ধরে’
খ্যাত নায়িকা শারমিন জোহা শশী এবং ফেয়ার এন্ড লাভলি মেন চ্যানেল আই হিরো
পাওয়ারড বাই বাংলাদেশ আর্মি রিয়ালিটি শো এর সেরা ১০ এ থাকা জীবন রয়।
‘বেঙ্গল স্টুডিও ইংক’র প্রযোজনায় আট মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি
নির্মান করেছেন চন্দ্র বিন্দু।
স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রে ‘আমার মন কান্দে অন্তরে অন্তরে’ শিরোনামের এই গানটিতে ভালোবাসার মানুষটির জন্য অসমাপ্ত ভালোবাসাই যেন প্রকাশ পায়। ভালোবাসা দিবসে চলচ্চিত্রের একমাত্র গানটি দর্শকদের জন্য প্রকাশ করা হয়েছে। চলচ্চিত্রের এই গানটি দর্শক মহলে বেশ সাড়া ফেলে।
‘আমার মন কান্দে’ শিরোনামের গানে কন্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা সালমা আক্তার। গানের কথা লিখেছেন খন্দকার শারমিন এবং সুর করেছেন দুর্জয় ফেরদৌস।
জীবন রয় বলেন, ‘পুরো কাজটার মধ্যে ছিল অন্য রকম এক ভাললাগা। বিশেষ করে শশী আপুর সাথে কাজ করে অনেক ভাল লেগেছে। গানটিতে নিজের সেরাটা দিয়ে ভাল কিছু করার চেষ্টা করেছি। দর্শকদের কাজ থেকে ভালো সাড়া পাচ্ছি। আশা করি আরো ভাল পাব।’
‘গহীনের জলছাপ’ ছবির গল্পকার খন্দকার শারমিন বলেন, ‘কিছু কথা, কিছু মান-অভিমান, কিছু ভালোবাসা অদ্ভুত রকমের হয়ে থাকে। ভালবাসা অনেক ধরনের হতে পারে- তার মধ্যে একটা ভালোবাসা হচ্ছে এরকম, যা কখনো ভোলা যায় না। কাহিনীটি একদম অন্য রকম। এর আগে কখনো এমন ছবি হয়নি আমি তা বলবো না। শুধু বলবো আমরা ভাল কিছু করতে চাই, নতুন কিছু করতে চাই। এবং আপনাদের সবার ভালোবাসা চাই।’
ভিডিওলিংক: https://www.youtube.com/watch?v=2mrHqTHOWuk
স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রে ‘আমার মন কান্দে অন্তরে অন্তরে’ শিরোনামের এই গানটিতে ভালোবাসার মানুষটির জন্য অসমাপ্ত ভালোবাসাই যেন প্রকাশ পায়। ভালোবাসা দিবসে চলচ্চিত্রের একমাত্র গানটি দর্শকদের জন্য প্রকাশ করা হয়েছে। চলচ্চিত্রের এই গানটি দর্শক মহলে বেশ সাড়া ফেলে।
‘আমার মন কান্দে’ শিরোনামের গানে কন্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা সালমা আক্তার। গানের কথা লিখেছেন খন্দকার শারমিন এবং সুর করেছেন দুর্জয় ফেরদৌস।
জীবন রয় বলেন, ‘পুরো কাজটার মধ্যে ছিল অন্য রকম এক ভাললাগা। বিশেষ করে শশী আপুর সাথে কাজ করে অনেক ভাল লেগেছে। গানটিতে নিজের সেরাটা দিয়ে ভাল কিছু করার চেষ্টা করেছি। দর্শকদের কাজ থেকে ভালো সাড়া পাচ্ছি। আশা করি আরো ভাল পাব।’
‘গহীনের জলছাপ’ ছবির গল্পকার খন্দকার শারমিন বলেন, ‘কিছু কথা, কিছু মান-অভিমান, কিছু ভালোবাসা অদ্ভুত রকমের হয়ে থাকে। ভালবাসা অনেক ধরনের হতে পারে- তার মধ্যে একটা ভালোবাসা হচ্ছে এরকম, যা কখনো ভোলা যায় না। কাহিনীটি একদম অন্য রকম। এর আগে কখনো এমন ছবি হয়নি আমি তা বলবো না। শুধু বলবো আমরা ভাল কিছু করতে চাই, নতুন কিছু করতে চাই। এবং আপনাদের সবার ভালোবাসা চাই।’
ভিডিওলিংক: https://www.youtube.com/watch?v=2mrHqTHOWuk
সূত্র: বিডি লাইভ।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়