Sunday, January 22

কানাইঘাট গাছবাড়ী বাজারে দোকান কোটা জবর দখলের পায়তারা ॥ থানায় অভিযোগ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট গাছবাড়ী বাজারে একটি ভবনের নিচ তলার বড় ধরনের একটি দোকান কোটা ভাড়ার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও মালিককে দোকান কোটা বুঝিয়ে না দিয়ে ভাড়াটিয়ার লোকজন কর্তৃক জোরপূর্বক ভাবে ব্যবসা পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোকান ঘরের মালিক স্থানীয় ঝিঙ্গাবাড়ী পাত্রমাটি গ্রামের মৃত সাইফুল্লাহ মিয়ার পুত্র সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী রহিম উদ্দিন অবৈধ ভাড়াটিয়ার বিরুদ্ধে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করলে থানার এস.আই রবিউল ইসলাম গত শনিবার সরেজমিনে গাছবাড়ী বাজারে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে দোকান কোটাটি মালিক রহিম উদ্দিনকে বুঝিয়ে দেওয়ার জন্য বলেন। নতুবা এব্যাপারে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে জানান। জানা যায়, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী রহিম উদ্দিনের গাছবাড়ী বাজারে একটি পাকা ভবন রয়েছে। তার ভবনের নিচ তলায় চুক্তিপত্র সম্পাদন করে তিন বছর পূর্বে ভাড়া দেন গাছবাড়ী নারাইনপুর গ্রামের মৃত মুবশ্বির আলী'র পুত্র মুহিবুর রহমানের কাছে। কিন্তু মুহিবুর রহমান উক্ত দোকান কোটায় ২ বছরের জন্য ভাড়া নিয়ে ‘অফ চেইঞ্জ’ নামে একটি কাপড়ের দোকান করেন। দোকান ঘরের চুক্তিপত্র ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে শেষ হওয়ার দেড় মাস আগে ভাড়াটিয়া মুহিবুর রহমান মারা যান। এরপর দোকানের মালিক রহিম উদ্দিন ব্যবসায়ী চুক্তি শেষ হওয়ায় দোকান ঘরটি ছেড়ে দেওয়ার জন্য মুহিবুর রহমানে আত্মীয় স্বজনকে অবহিত করেন। তারা বার বার সময় নেন দোকানের মালিক রহিম উদ্দিনের কাছ থেকে। কিন্তু নির্ধারিত সময়ে দোকান ঘরটি ছেড়ে না দিয়ে নারাইনপুর গ্রামের বাসিন্দা পূর্বের ভাড়াটিয়া মৃত মুহিবুর রহমানের দোকানের ম্যানেজার সালেহ আহমদ গংরা দোকান কোটা দখলের পায়তারা করে। দোকান ঘরটির মালিক ব্যবসায়ী রহিম উদ্দিনকে নানা ভাবে প্রাণ নাশের হুমকি দেয় তারা। পুলিশের কাছ থেকে গত শনিবার বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ দোকানের মালামাল সরিয়ে নেওয়ার জন্য আগামীকাল সোমবার পর্যন্ত সময় নেন ভাড়াটিয়ার পক্ষে। এব্যাপারে কানাইঘাট থানার এস.আই রবিউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সালেহ আহমদকে ৩ দিনের সময় দিয়েছি। যদি এই সময়ের মধ্যে দোকান ঘরটি ছেড়ে না দেয় তাহলে ব্যবসায়ীদের সহযোগিতায় পুলিশ দোকান ঘরটি উদ্ধার করে মালিক রহিম উদ্দিনকে বুঝিয়ে দেওয়া হবে। দোকান ঘরের মালিক বিশিষ্ট ব্যবসায়ী রহিম উদ্দিন জানান তিনি চুক্তিপত্র সম্পাদন করে তার ভবনের নিচ তলার দোকান ঘরটি মুহিবুর রহমানকে দুই বছরের ভাড়া দিয়েছিলেন। চুক্তি পত্র শেষ হওয়ার পরও তারা আত্মীয় স্বজনরা আমার দোকান ঘরটি ছেড়ে না দিয়ে বার বার সময় নেওয়ার পরও জবর দখলের পায়তারায় লিপ্ত হলে তিনি থানায় অভিযোগ দেন। জোরপূর্বক ভাবে দোকান কোটার ব্যবসা পরিচালনাকারী সালেহ আহমদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়