Sunday, January 22

কাতারে সড়ক দূর্ঘটনায় সিলেটি যুবকের মৃত্যু


কানাইঘাট নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরী গ্রামের মখলিছ মিয়ার পুত্র সুমন আহমদ (২২) কাতারে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা অপর এক কাতারি নাগরিক গুরুতর আহত হয়ে আশংকাজনক অবস্থায় কাতার হাদদাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সুমনের অকাল মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাতার থেকে কমিউনিটি নেতা শাহজাহান চৌধুরী জানান, সুমন আহমদ গত ২ বছর থেকে কাতারের আলকুর এলাকার এক কাতারি নাগরিকের গাড়ী চালক হিসেবে কাজ করতো। গত ২১ জানুয়ারি শনিবার রাতে আলকুর-সিমসিমা সড়কে গাড়ী চালানোর সময় আকস্মিক গাড়ীর চাকা বিস্ফোরন হয়ে গাড়ীটি উল্টে যায়। এসময় চালক সুমন ঘটনাস্থলেই মারা যান এবং ওই গাড়ীতে থাকা এক কাতারি নাগরিক গুরুতর আহত হন। পরে কাতারের পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাদদাদ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সুমন ওই হাসপাতালে মর্গে রয়েছেন। তিনি আরও জানান, সুমনের লাশ দেশে পাঠানোর জন্য আইনি বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আইনি জটিলতা শেষ করেই লাশ দেশে ফেরত পাঠানো হবে। সূত্র:সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়