Saturday, January 21

সিলেটে এডু-এইড ট্রাষ্টের মেধা বৃত্তির পুরস্কার বিতরণ


কানাইঘাট নিউজ ডেস্ক: এডু-এইড ট্রাষ্ট মেধা বৃত্তি পরীক্ষা-২০১৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকাল ১১টায় সিলেট নগরীর শিবগঞ্জ, সোনারপাড়াস্থ এডু-এইড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান করেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ অধ্যক্ষ কালাম আজাদ। ১ম পুরস্কার বিজয়ী ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, সিলেট এর মেধাবী ছাত্রী সৈয়দা সুমাইয়া আক্তার পরিবারের সাথে পবিত্র ওমরাহ পালনে সৌদিআরব থাকায় তার পক্ষে ১ম পুরস্কার ল্যাপটপ গ্রহণ করেন তার ভাই জাবের হোসেন। বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন গ্রেডে সর্বমোট ৫৪ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার, ক্রেষ্ট এবং সনদ প্রদান করা হয় । এডু-এইড স্কুল এন্ড কলেজ, সিলেট এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল শাহজাহান শিপলু'র সভাপতিত্বে সহকারী শিক্ষক সৈয়দ সাবির আহমদ এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিচালক আলী আহমদ মাসুদ। . সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধাবীদের বাছাই, সুপ্ত প্রতিভা এবং নেতৃত্ব গুণের বিকাশে সহযোগীতাপূর্বক অনুপ্রেরণা যুগিয়ে আগামী প্রজন্মকে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম প্রজন্ম হিসাবে গড়ে তুলতে এডু-এইড ট্রাষ্টের এই মহতী প্রয়াস। সুশৃঙ্খল এবং মনোরম পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের সরব পদচারণায় মুখরিত হয়ে ওঠে এডু-এইড ক্যাম্পাস।(বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়