Tuesday, January 31

আ. লীগের উপদেষ্টা পরিষদে মুকুল বোস

আ. লীগের উপদেষ্টা পরিষদে মুকুল বোস

কানাইঘাট নিউজ ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মুকুল বোসকে মনোনয়ন দেয়া হয়েছে। দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বার্তায় মঙ্গলবার সকালে এ তথ্য জানানো  হয়।

বার্তায় বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত বছর ২২ ও ২৩ অক্টোবর  অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে মুকুল বোসকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।

গত বছরের ২৯ অক্টোবর ৩৮ সদস্যের উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। তবে আরো ৪টি পদ খালি ছিল। এর মধ্যে একটিতে মনোনয়ন দেয়া হলো মুকুল বোসকে।  
সূত্র: বিডিলাইভ ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়