Tuesday, October 18

মহাকাশে গেলেন চীনের দুই নভোচারী

মহাকাশে গেলেন চীনের দুই নভোচারী

কানাইঘাট নিউজ ডেস্ক: সোমবার মহাশূন্যে দুজন নভোচারী পঠিয়েছে চীন। সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, সোমবার সকালে দুই নভোচারীকে বহনকারী সেনঝৌ-১১ মহাকাশ যানটি চীনের মরুভূমি এলাকা গোবির জিওকান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষিপ্ত হয়।

মহাশূন্যের কক্ষপথে চীনের গবেষণাগারে প্রয়োজনীয় কাজের জন্য তাদেরকে পাঠানো হয়। মহাশূন্যে নিজস্ব স্টেশন তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশটি।

নভোচারীরা ৩০ দিন সেখানে অবস্থান করে মহাশূন্যযান সংশ্লিষ্ট প্রযুক্তি এবং বৈজ্ঞানিক ও প্রকৌশল বিষয়ক পরীক্ষা-নিরীক্ষা করবেন।

মিশন কমান্ডার জিং তৃতীয় বারের মত কক্ষপথে যাচ্ছেন এবং তিনি মহাশূন্যে তার ৫০তম জন্মদিন উদযাপন করবেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার তাদেরকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন।

দুই নভোচারী হলেন জিং হেইপেং ও চেন দং। তাদেরকে নিয়ে সেনঝৌ-১১ মহাশূন্যযানটি দুই দিন পর তিয়ানগং-২ গবেষণাগার বা হেভেনলি প্যালেস-২ তে গিয়ে পৌঁছাবে। হেভেনলি প্যালেস-২ গত সেপ্টেম্বরে উৎক্ষেপণ করা হয়েছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়