Friday, July 29

গয়েশ্বরের চ্যালেঞ্জ


ঢাকা: প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, একজন নিরপেক্ষ ব্যক্তির হাতে ক্ষমতা ছেড়ে নির্বাচন করুন, দেখবেন জামানত বাজেয়াপ্ত হবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে আয়োজিত এক যুব সমাবেশে তিনি এ কথা বলেন। গত মঙ্গলবার সংসদ ভবনের সরকারদলীয় সভা কক্ষে নিজ দলের সাংসদদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নড়েচড়ে বসে আগাম নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি। সরকার প্রধানের এমন ইঙ্গিতের জবাবে গয়েশ্বর এ চ্যালেঞ্জ ছুড়ে দেন। ‘স্বাধীনতা ফোরাম’ নামে একটি সংগঠন আয়োজিত সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারের কোনো কর্মকাণ্ডই জনগণ বিশ্বাস করে না। এজন্য জনগণের ওপর সরকারের আস্থা নেই।’ তিনি বলেন, ‘সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। তারা জনগণের দ্বারা নির্বাচিত নন, ভিন দেশের দ্বারা নির্বাচিত বা মনোনীত যেভাবেই বলেন।' তিনি বলেন, 'অনেকদিন আগে বলছিলাম- দেশটা চলছে দুই দেশের গোয়েন্দাদের যৌথ প্রযোজনায়। পরপর ঘটনাগুলো কিন্তু তাই প্রমাণ হয়। কথাটি শুধু কথার কথা নয়। তারেক রহমানের সাজা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানকে দেয়া এই সাজা উদ্দেশ্যপ্রণোদিত। যারা আইন বোঝে না, তারাও বুঝে- এটা শাস্তি নয়। (ঢাকাটাইমস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়