Saturday, July 2

রাতেই ২০ বিদেশিকে হত্যা করা হয়েছে: আইএসপিআর

রাতেই ২০ বিদেশিকে হত্যা করা হয়েছে: আইএসপিআর

কানাইঘাট নিউজ ডেস্ক: গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে বন্দুকধারীদের হামলার ঘটনায় মোট ২০ জন বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর।

নিহতদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে বন্দুকধারীরা। এছাড়া গতরাতে অভিযানের সময় বনানী থানার ওসি ও ডিবির একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আর কমান্ডো অভিযানে নিরাপত্তাবাহিনীর গুলিত নিহত হন ৬ জন বন্দুকধারী। এ সময় এক বন্দুকধারীকে জীবিত আটক করা হয়।

শনিবার দুপুরে আইএসপিআরের এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিং করেন সামরিক অপারেশন পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাইম আশফাক চৌধুরী।

ব্রিফিংয়ে বলা হয়, শুক্রবার রাতে হলি আর্টিজানে বন্দুকধারীদের হামলার পরপরই ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় বন্দুকধারীদের হামলায় বনানী থানার ওসি সালাউদ্দিন ও ডিবির এসি রবিউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

পরে সরকার প্রধানের নির্দেশে সেনাবাহিনীর নেতৃত্বে নৌ বাহিনী, বিমান বাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের নেতৃত্বে 'অপারেশন থান্ডার বোল্ট' শীর্ষক যৌথ অভিযান পরিচালিত হয়।

শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে অভিযান শুরু হয়। এর ১২/১৩ মিনিটের মধ্যেই সাত বন্দুকধারীর মধ্যে ছয়জন নিহত হয়। সকাল সাড়ে ৮টায় অভিযান সম্পন্ন হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়