
কানাইঘাট নিউজ ডেস্ক: ব্রেড পুডিং হতে পারে বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানের উপাদেয় ডেজার্ট। আজ দেখবো ব্রেড পুডিং রেসিপি।
উপকরণ ও পরিমাণ
কনডেন্সড মিল্ক ২০০ গ্রাম
পাউরুটি ৬ পিস
দুধ ২ কাপ
বাটার ২৫ গ্রাম
ডিম ২টি
কিসমিস ৫০ গ্রাম
জায়ফল গুঁড়া ১ চিমটি।
যেভাবে করবেন
প্রথমেই ওভেন ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করতে দিন। এরপর পাউরুটিগুলোর চারপাশ থেকে শক্ত অংশ ফেলে দিতে হবে। এবার রুটির দুইপাশে বাটার লাগিয়ে কোণাকুণি করে কেটে নিন। এরপর একটি বেকিং মোল্ডে পাউরুটি স্লাইসগুলো সাজিয়ে নিন কয়েকটি লেয়ারে। প্রতিটি লেয়ারে কিশমিশ দিতে হবে। অন্য একটি বাটিতে কনডেন্সড মিল্ক, ফেটানো ডিম, দুধ ও জায়ফল গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর বেকিং মোল্ডে সাজানো পাউরুটির উপর মিশ্রণটি ঢেলে দিন। ৩০ থেকে ৪০ মিনিট কিংবা ব্রেডের ওপর গোল্ডেন ব্রাউন রঙ ধারণ করা পর্যন্ত বেক করে নিন। এরপর বের করে ঠাণ্ডা করে বা নিজের পছন্দে কেটে পরিবেশ করুন।
উপকরণ ও পরিমাণ
কনডেন্সড মিল্ক ২০০ গ্রাম
পাউরুটি ৬ পিস
দুধ ২ কাপ
বাটার ২৫ গ্রাম
ডিম ২টি
কিসমিস ৫০ গ্রাম
জায়ফল গুঁড়া ১ চিমটি।
যেভাবে করবেন
প্রথমেই ওভেন ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করতে দিন। এরপর পাউরুটিগুলোর চারপাশ থেকে শক্ত অংশ ফেলে দিতে হবে। এবার রুটির দুইপাশে বাটার লাগিয়ে কোণাকুণি করে কেটে নিন। এরপর একটি বেকিং মোল্ডে পাউরুটি স্লাইসগুলো সাজিয়ে নিন কয়েকটি লেয়ারে। প্রতিটি লেয়ারে কিশমিশ দিতে হবে। অন্য একটি বাটিতে কনডেন্সড মিল্ক, ফেটানো ডিম, দুধ ও জায়ফল গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর বেকিং মোল্ডে সাজানো পাউরুটির উপর মিশ্রণটি ঢেলে দিন। ৩০ থেকে ৪০ মিনিট কিংবা ব্রেডের ওপর গোল্ডেন ব্রাউন রঙ ধারণ করা পর্যন্ত বেক করে নিন। এরপর বের করে ঠাণ্ডা করে বা নিজের পছন্দে কেটে পরিবেশ করুন।
খবর বিভাগঃ
ফিচার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়