কানাইঘাট নিউজ ডেস্ক: থাইল্যান্ডের কিংস কাপের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান।
পাতায়ার ফিনিক্স গোল্ড গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুক্রবার পাঁচটি বোগি ও একটি ডাবল বোগি করে অনেক পিছিয়ে যান সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট বেশি খেলে ১১২তম স্থানে থেকে বিদায় নেন তিনি।
দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে সর্বনিম্ন ১ শট বেশি খেলা ৮০ জন কাট-এর উপরে থেকে তৃতীয় রাউন্ডে উঠেছেন।
সাড়ে সাত লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে ১২ জনের সঙ্গে ১৯তম স্থানে ছিলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর।
আগামী ৫ আগস্ট ব্রাজিলের রিও দে জেনেইরোতে শুরু হবে অলিম্পিক। বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সরাসরি খেলবেন সিদ্দিকুর।
পাতায়ার ফিনিক্স গোল্ড গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুক্রবার পাঁচটি বোগি ও একটি ডাবল বোগি করে অনেক পিছিয়ে যান সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট বেশি খেলে ১১২তম স্থানে থেকে বিদায় নেন তিনি।
দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে সর্বনিম্ন ১ শট বেশি খেলা ৮০ জন কাট-এর উপরে থেকে তৃতীয় রাউন্ডে উঠেছেন।
সাড়ে সাত লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে ১২ জনের সঙ্গে ১৯তম স্থানে ছিলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর।
আগামী ৫ আগস্ট ব্রাজিলের রিও দে জেনেইরোতে শুরু হবে অলিম্পিক। বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সরাসরি খেলবেন সিদ্দিকুর।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়