Saturday, July 2

কানাইঘাটে তরুনীদের পছন্দ সারারা


নিজস্ব প্রতিবেদক: ঈদের আর মাত্র ক'দিন বাকি। কানাইঘাটে ও মোটামোটি ঈদ বাজার জমে উঠেছে। উপজেলার বিভিন্ন মার্কেটে ক্রেতাদের ভীড় দিন দিন বাড়ছে। তবে গত বছরের তুলনায় এ বছর পোশাকের দাম চড়া হওয়ায়, কম আয়ের মানুষেরা তাদের পছন্দের পোশাক কিনতে পারছেন না।কানাইঘাট উপজেলার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে সকাল হতে গভীর রাত পর্যন্ত চলছে ঈদের কেনাকাটা। মার্কেট গুলোতে পছন্দের পোশাক কিনতে তরুন-তরুনীদের পাশাপাশি শিশুরাও পিছিয়ে নেই। তাদের পদচারনায় মুখরিত হয়ে ঊঠেছে বিপনীবিতাগুলো। ঈদ-উল-ফিতর উপলে দোকানিরা নতুন নতুন শাড়ি, থ্রি-পিছ, পাঞ্জাবিসহ ছোটদের নানান ধরনের পোশাক দোকানে সাজিয়ে রাখছেন। বিশেষ করে তরুনদের দেশীয় পোশাক পছন্দ হলেও তরুনীদের পছন্দের শীর্ষে রয়েছে ভারতীয় পোশাক। নানা নামের এ সব পোশাক কিনতে তরুণীরাই বেশি আগ্রহী। এর মধ্যে এবছর নজর কেড়েছে সারারা,বৌম্বে,কিরনমালা,ফোরটাচ। এ সব পোশাকের দাম ২ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়