Thursday, July 21

জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

কানাইঘাট নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বোমা, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় একজন জঙ্গিনেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দক্ষিণাঞ্চল শাখার আমির রয়েছেন। র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মোহাম্দদ খান ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, আজ বৃহস্পতিবার ভোর ৪টায় টঙ্গীর চেরাগ আলী এলাকার স্টেশন রোডের মোক্তার বাড়ি আউচ পাড়ায় ছয়তলা একটি ভবনে তারা এ অভিযান চালান। বাড়ির মালিক জেসমিন আক্তার। অভিযানে দক্ষিণাঞ্চলের জেএমবি কমান্ডার মাহমুদুল হাসান তানভিরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। অন্য তিনজন হলেন- আশিকুল আকবর, নাজমুস সাকিব ও শরিয়ত উল্লাহ।

ওই বাড়ির চারতলায় জেএমবি জঙ্গি প্রশিক্ষণ দিয়ে আসছিল বলে জানান র‍্যাবের পরিচালক। অভিযানে আগ্নেয়াস্ত্র, জিহাদি বই, বিস্ফোরকদ্রব্য, বেশ কিছু বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তানভির যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়