Wednesday, July 20

সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরো অবনতি


সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের ভাটি এলাকায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বুধবার (২০ জুলাই) সকাল ৯টা পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বন্যার কারণে জেলার সবকয়টি বালু-পাথর মহাল বন্ধ রয়েছে। এতে বেকার হয়েছে প্রায় কয়েক হাজার বালু-পাথর ও বারকি শ্রমিক। এছাড়া বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও গো খাদ্যের সংকট তীব্র হয়ে উঠছে। বন্যা ও পাহাড়ি ঢলে রাস্তা তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে ছাতকসহ বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। অপরদিকে, দোয়ারাবাজর উপজেলার খাসিয়ামার বেড়িবাঁধ ও টিলাগাঁও রাবারড্যাম্পের বেড়িবাঁধ ভেঙে অর্ধশতাধিক বাড়িঘর তলিয়ে গেছে। এতে রাবার ড্যামের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান দোয়রাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী দিপক কুমার দাস জানান, সুরমা নদীর পানি বুধবার (২০জুলাই) সকাল ৯টা পর্যন্ত ৮ দশমিক ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিনি জানান, পাহাড়ি ঢল অব্যাহত থাকায় জেলার ভাটি এলকায় বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। এতে বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজর, তাহিরপুর ও সদরের নিঞ্চলের বাড়িঘরে পানি ঢুকছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়