Saturday, July 30

অটিজমে বিশেষ অবদান; স্বর্ণপদক পেলেন পুতুল

অটিজমে বিশেষ অবদান; স্বর্ণপদক পেলেন পুতুল
কানাইঘাট নিউজ ডেস্ক: অটিজমে অবদান রাখার জন্য 'ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি স্বর্ণপদক' লাভ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। মানসিক স্বাস্থ্য (অটিজম) চিকিৎসা বিষয়ে বিশেষ অবদানের জন্য তাকে এ পদক দেয়া হয়।

শনিবার বারডেম হাসপাতাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে পুতুলের হাতে এ সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পুতুলের সঙ্গে এ সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ কে আজাদ খান।

ডায়াবেটিস প্রতিরোধে বিশেষ ভূমিকা ও 'ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের গ্লোবাল অ্যাওয়ার্ড' পাওয়ায় তাকে সম্মাননা দেয়া হয়।

পদক প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, আর্তমানবতার সেবায় যারা আত্মনিয়োগ করেন জাতি তাদের চিরদিন স্মরণ রাখে। ডা. মোহাম্মদ ইব্রাহিম আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে চিরস্মরণীয় হয়ে আছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. সি এম দিলওয়ার রানা। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাঈদ উদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি পরিষদের উপদেষ্টা এ আর খান প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়