Saturday, June 4

তাহিরপুরে বিএনপি ৪, আওয়ামী লীগ ১, বিদ্রোহী ২


সিলেট, শনিবার, ০৪ জুন ২০১৬ :: তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপি ৪টি, আওয়ামী লীগ ১ ও আওয়ামী লীগ বিদ্রোহী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। বিজয়ীঁরা হলেন- ১নং উত্তর শ্রীপুর বিএনপির খসরুল আলম, ২নং দক্ষিণ শ্রীপুরে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, ৩নং বড়দল দক্ষিণ বিএনপির আলহাজ্ব আজহার আলী, ৪নং বড়দল উত্তর ইউনিয়নে বিএনপির আবুল কাসেম, ৫নং বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী আফতাব উদ্দিন, ৬নং তাহিরপুর সদর বিএনপির বুরহান উদ্দিন ও ৭নং বালিজুরী আওয়ামী লীগের বিদ্রোহী হাজী আব্দুজ জহুর।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়