কানাইঘাট নিউজ ডেস্ক: বৃটেন
কেন ইউরোপের অংশ হওয়া উচিত এ বিষয়ে তিনটি কারণ দেখান আমাকে। নৈশভোজের
অতিথিদের কাছে রাণী দ্বিতীয় এলিজাবেথ এ কথা জানতে চেয়েছেন। বাকিংহাম রাজ
পরিবারের লেখক রবার্ট লেসি এ বিষয়টা জানিয়েছেন। তিনি দ্য ডেইলি বিস্ট-এ
কথা লিখেছেন।
এ খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, ডেইলি বিস্টে লেসি লিখেছেন, সম্প্রতি নৈশভোজের অতিথিদের কাছে রাণী জানতে চান যে, বৃটেন কেন ইউরোপের অংশ হওয়া উচিত এ বিষয়ে আমাকে তিনটি ভালো কারণ দেখান।
তবে বাকিংহাম রাজপ্রাসাদের এক মুখপাত্র বলেছেন, রাণী রাজনীতির উর্ধ্বে। রাজনৈতিক বিষয়ে তিনি সরকারের পরামর্শ মতো কাজ করেন। যে গণভোট হতে যাচ্ছে তা বৃটেনের মানুষের সিদ্ধান্তের বিষয়।
এ নিয়ে দ্য সান পত্রিকা সম্প্রতি প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করে। তাতে রাণী দ্বিতীয় এলিজাবেথের ছবি দিয়ে শিরোনাম দেয়া হয় ‘কুইন ব্যাকস ব্রেক্সিট’। অর্থাৎ রাণী ব্রেক্সিট সমর্থন করেন। এ প্রতিবেদন প্রকাশিত হয় মার্চে। তবে এটাকে ‘মিস লিডিং’ বা ভুলভাবে তুলে ধরা হয়েছে বলে দাবি করেছে ইন্ডিপেন্ডেন্ট প্রেস স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন।
বাকিংহাম রাজপ্রাসাদ থেকে তখন অভিযোগ করা হয় যে, রাণী রাজনৈতিকভাবে নিরপেক্ষ।
এ খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, ডেইলি বিস্টে লেসি লিখেছেন, সম্প্রতি নৈশভোজের অতিথিদের কাছে রাণী জানতে চান যে, বৃটেন কেন ইউরোপের অংশ হওয়া উচিত এ বিষয়ে আমাকে তিনটি ভালো কারণ দেখান।
তবে বাকিংহাম রাজপ্রাসাদের এক মুখপাত্র বলেছেন, রাণী রাজনীতির উর্ধ্বে। রাজনৈতিক বিষয়ে তিনি সরকারের পরামর্শ মতো কাজ করেন। যে গণভোট হতে যাচ্ছে তা বৃটেনের মানুষের সিদ্ধান্তের বিষয়।
এ নিয়ে দ্য সান পত্রিকা সম্প্রতি প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করে। তাতে রাণী দ্বিতীয় এলিজাবেথের ছবি দিয়ে শিরোনাম দেয়া হয় ‘কুইন ব্যাকস ব্রেক্সিট’। অর্থাৎ রাণী ব্রেক্সিট সমর্থন করেন। এ প্রতিবেদন প্রকাশিত হয় মার্চে। তবে এটাকে ‘মিস লিডিং’ বা ভুলভাবে তুলে ধরা হয়েছে বলে দাবি করেছে ইন্ডিপেন্ডেন্ট প্রেস স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন।
বাকিংহাম রাজপ্রাসাদ থেকে তখন অভিযোগ করা হয় যে, রাণী রাজনৈতিকভাবে নিরপেক্ষ।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়