Saturday, June 4

ড. দিলারা জামানের নানী সমাজসেবিকা আয়শা বিবির ইন্তেকাল


কানাইঘাট নিউজ ডেস্ক: ঢাকা ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপিকা বিশিষ্ট শিক্ষাবিদ ড.দিলারা জামানের নানী জৈন্তাপুর চারিকাটা ইউপির পাত্তন গ্রাম নিবাসী মরহুম মোহাম্মদ আলীর সহধর্মিনী সমাজসেবিকা আয়শা বিবি তার নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারনে গত শুক্রবার রাত সাড়ে ১২টায় মারা গেছেন। ইন্নানিল্লাহি----------রাজিউন। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি তিন ছেলে চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় মরহুমার জানাজার নামায কানাইঘাট মালিগ্রাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গ্রামের গুরুস্তানে তার লাশ দাফন করা হয়। তিনি জৈন্তাপুর চারিকাটা ইউপির নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল ও কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিনের নানী শাশুড়ী। মরহুমা আয়শা বিবি একজন দিনদার ও ফরেযগার মহিলা ছিলেন। এদিকে বিভিন্ন মহল সমাজসেবিকা আয়শা বিবির আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়