Thursday, June 2

বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট জেলা যুবলীগের মিছিল


সিলেট, বৃহস্পতিবার, ২ জুন ২০১৬ :: ‘প্রবৃদ্ধি সঞ্চারে নতুন মাত্রার’ লক্ষ্য নিয়ে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার রাত ৯টায় নগরীতে আনন্দ মিছিল করেছে সিলেট জেলা যুবলীগ। মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেল যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক খোন্দকার মহসিন কামরান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদ সরওয়ার সবুজ, জেলা যুবলীগ নেতা সেলিম উদ্দিন, গোলাম মৌলা চৈাধুরী, সুহেল কর্নেল, সাজলু লস্কর, শেখ আবুল হাসনাত বুলবুল, সুজেল আহমদ তালুকদার, দুলাল আহমদ, এমাদ উদ্দিন, কামাল আহমদ রাসেল, কামাল আহমদ রাসেল, ছাত্রলীগ নেতা নাফিস শামস তিয়াস, জাহেদ হোসাইন, শামসুল হুদা, শাহ ফায়েদ, সৈয়দ তকিউর রহমান সানী, ওয়াহিদ ফাহিম, ফাহাদ আহমদ, সাগর সরকার, মোসাহিদ আলী, সায়েম, কল্লোল, রাফি, ওয়াসিক, ফরহাত, তায়েফ, সাজু, শাওন, সানী, অর্নব, শুভ, ইউসুফ, অয়ন, সাদি, আলমাস, মাহির, আসিফ, প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়