Thursday, June 2

কানাইঘাটে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৬


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতনপুঞ্জি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বৃহস্পতিবার চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়া সোনাতনপুঞ্জি গ্রামের মোহাম্মদ হোসেন মখাই (৪৫) এর সাথে পাশর্বর্তী বাউরভাগ ২য় খন্ড গ্রামের আব্দুল হকের পুত্র ফয়েজ আহমদ (২৪) এর মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৭টার দিকে চাচা মখাই ও ভাতিজা ফয়েজ গংদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চাচা মোহাম্মদ আলী মখাই, ভাতিজা ফয়েজ আহমদ, তাহার স্ত্রী শারিমন বেগম (১৯), বাউরভাগ ২য় খন্ড গ্রামের সোহেল আমিন (২৫), সোনাতনপুঞ্জি গ্রামের নাসির উদ্দিন (২২), একই গ্রামের মানিক উদ্দিন (১৮) আহত হন। আহতদের মধ্যে মখাই ও সোহেল আমিনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে কানাইঘাট থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম আহতদের দেখতে হাসপাতালে যান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়