Thursday, June 16

ইচ্ছে করলে মানুষ আসলে সব পারে

ইচ্ছে করলে মানুষ আসলে সব পারে

কানাইঘাট নিউজ ডেস্ক: ৬৮ বছর বয়সে আগামী বছর ক্লাস টেনের পরীক্ষায় বসবেন দুর্গা কামী। তার সঙ্গেই পরীক্ষা দেবে ওই ক্লাসেরই আরও অসংখ্য পরীক্ষার্থী। ঘটনাটি শুনে অবাক লাগছে তো? লাগারই কথা।

দুর্গা কামীর বাড়ি নেপালের সায়ংযা এলাকায়। অত্যন্ত দরিদ্র এই বুড়ো খোকার স্ত্রী গত হয়েছেন কয়েক বছর আগে। সহায়সম্বল বলতে রয়েছে একটি এক কামরার বাড়ি।

ছেলেবেলায় অভাবের তাড়নায় পড়াশুনোর পাট চুকাতে হয়েছিলো। তাই স্ত্রীর মৃত্যুর পর হাতে কোনো কাজ না থাকায় এবং একাকিত্ব কাটাতে আবার সেই অসমাপ্ত পড়াশুনো শুরু করার সিদ্ধান্ত নেন দুর্গা কামী। আর তাই ভর্তি হয়ে গেলেন শ্রী কলা ভৈরব স্কুলে।

দিব্যি আর পাঁচটা বাধ্য ছাত্রের মতো স্কুলড্রেস পড়ে প্রতিদিন ক্লাসে হাজির হন। পড়াশোনোতেও নাকি যথেষ্ট মন রয়েছে তার। স্কুলে টিফিন বিরতিতে ক্লাসের বন্ধুদের সঙ্গে ভলিবলও খেলেন দুর্গা কামী।

বোর্ড পরীক্ষার জন্য ইতোমধ্যেই ফর্মও পূরণ করেছেন ৬৮ বছরের এই 'কিশোর'। স্কুলের শিক্ষকদের আশা তিনি পরীক্ষায় যথেষ্ট ভালো ফল করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়