Thursday, June 16

ভূমধ্যসাগরে ইজিপ্ট এয়ারের ধ্বংসাবশেষের সন্ধান

ভূমধ্যসাগরে ইজিপ্ট এয়ারের ধ্বংসাবশেষের সন্ধান

কানাইঘাট নিউজ ডেস্ক: ভূমধ্যসাগরে গত মাসে নিখোঁজ হওয়া ইজিপ্ট এয়ারের বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। মিশরের তদন্ত দল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসাবশেষগুলো কোন কোন এলাকায় ছড়িয়ে রয়েছে তাও চিহ্নিত করা হয়েছে। ধ্বংসাবশেষের ছবি হাতে পাওয়ার কথাও বলা হয়েছে বিবৃতিতে।

১৯ মে প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে বিধ্বস্ত হওয়ার আগে এমএস৮০৪ বিমানটিতে ৬৬ জন মানুষ ছিলেন। কোনো বিপদসঙ্কেত না দিয়েই এ৩২০ এয়ারবাসটি গ্রিক ও মিশরীয় রাডার থেকে হারিয়ে যায়।

এ মাসের শুরুর দিকে বিমানটির ধ্বংসাবশেষ অনুসন্ধানে গঠিত টিম জানিয়েছিল, ওই বিমানের একটি ব্ল্যাক বক্সের সঙ্কেত তারা পেয়েছেন। তবে ২৪ জুনের পর থেকে ওই ব্ল্যাকবক্সের কোনো সংকেত আর পাওয়া যাবে না বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছিল তা এখনো পরিষ্কার নয়।

সন্ত্রাসী হামলার সম্ভাবনা উড়িয়ে না দেওয়া হলেও কোনো জঙ্গি গোষ্ঠী এখনো এ ঘটনার দায় নেয়নি। বিশ্লেষকরা বলছেন, যান্ত্রিক বা মনুষ্যসৃষ্ট কোনো ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়