Saturday, June 4

চুনারুঘাটে মৃত ব্যক্তিকে নির্বাচিত করলেন ভোটাররা


সিলেট, শনিবার, ০৪ জুন ২০১৬ :: চুনারুঘাটে মৃত ব্যক্তিকে মেম্বার পদে নির্বাচিত করেছেন ভোটাররা । নির্বাচনের একদিন আগে গত শুক্রবার (৩ জুন) দুপুরে মারা যান আব্দুল মালেক । শনিবার চুনারুঘাট সদর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচনে তিনি ৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অাইয়ুব আলী পেয়েছেন ৩৫৩ ভোট। নির্বাচনের ঠিক একদিন আগে শুক্রবার (৩ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে আব্দুল মালেক (৪০) এর আকস্মিক মৃত্যু ঘটে। এ সময় তিনি নির্বাচনের বিষয়ে পরিবারের সাথে পরামর্শ করছিলেন। নির্বাচনের একদিন আগে মেম্বার প্রার্থী আব্দুল মালেকের আকস্মিক মৃত্যুর খবর শুনে সবাই ছুটে আসেন তাকে এক নজর দেখতে। তার মৃত্যুর খবর মাইকিং করে সারা উপজেলায় জানিয়ে দেওয়া হয়। মীরেরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেক মোরগ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম তালুকদার গণমাধ্যমকে জানান, নির্বাচন চলাকালীন কোন প্রার্থী মারা গেলে ‍নির্বাচন স্থগিত হয় না। তাই আব্দুল মালেক সেখানে প্রার্থী ছিলেন। নির্বাচনে মৃত প্রার্থী জয়ী হলে পরবর্তীতে সেখানে উপ-নির্বাচন হবে। এদিকে চুনারুঘাটের ১০ টি ইউনিয়নে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪৭ জন সংরক্ষিত আসনে ১৫২ জন এবং সাধারন সদস্য পদে ৪৩৫ জনসহ মোট ৬৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়