Tuesday, June 14

কানাইঘাট থানা পুলিশের হাতে কুখ্যাত দুই ডাকাত গ্রেফতার!


নিজস্ব প্রতিবেদক: গত সোমবার গভীর রাতে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ মাথারগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে জনতার ধাওয়া খেয়ে ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার সময় কানাইঘাট থানা পুলিশের হাতে আন্তঃজেলা ডাকাত দলের দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, একদল ডাকাত সোমবার গভীর রাতে জকিগঞ্জ উপজেলার মাথারগ্রামে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় স্থানীয় জনতা ডাকাতির ঘটনা টের পেয়ে ডাকাতদলকে ধাওয়া দিলে তারা একটি ট্রাক যুগে কানাইঘাট সড়কের বাজারের দিকে পালিয়ে যাওয়ার সময় কানাইঘাট থানা পুলিশের একাধিক টিম পালিয়ে যাওয়া ডাকাতদের ধরতে তৎপরতা চালায়। একপর্যায়ে মঙ্গলবার ভোরে ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার সময় উপজেলার রাজাগঞ্জ ইউপির লালারচক নামক স্থান থেকে জকিগঞ্জ উপজেলার চানপুর গ্রামের ফয়জুর রহমানের পুত্র কুখ্যাত ডাকাত সেলিম (৩২) কে আটক করে পুলিশ। অপরদিকে ট্রাক সহ একই উপজেলার হাড়িকান্দি গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র কুখ্যাত ডাকাত কয়ছর (৩০) কে গোলাপগঞ্জ উপজেলার বাঘা বাজার এলাকা ধাওয়া দিয়ে পুলিশের আরো একটি টিম গ্রেফতার করেন। উক্ত অভিযানের নেতৃত্ব দেন এস.আই তাপস চন্দ্র রায়, এস.আই জাহাঙ্গীর আলম, এস.আই জুনেদ আহমেদ, এস.আই বশির আহমদ। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত এ দুই ডাকাতের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক থেকে বিভিন্ন এলাকায় ডাকাতি করত। এদের বিরুদ্ধে থানায় ডাকাতি আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়