Tuesday, June 14

কাতারে বাকশক্তি হারিয়ে স্বজন বিচ্ছিন্ন কানাইঘাটের ফারুক : দিশেহারা পরিবার


নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে গিয়ে কানাইঘাটের এক যুবক স্ট্রোক করে বাকশক্তি হারিয়ে ফেলায় সে এখন কাতারের কোন এলাকায় আছে তার সঠিক কোন সন্ধান না পেয়ে আত্মীয় স্বজনদের মধ্যে উৎকন্ঠা বিরাজ করছে। জানা যায়, উপজেলার সদর ইউপির বীরদল হাওর পূর্ব গ্রামের ফয়জুল হকের পুত্র ফারুক আহমদ (৪২) আড়াই মাস পূর্বে কাতার যান। প্রায় সপ্তাহ খানেক পূর্বে ফারুক আহমদ কাতারে তার কর্মস্থলে স্ট্রোক করলে বাকশক্তি হারিয়ে ফেলেন। বাকশক্তি হারা ফারুক আহমদ কাতার থেকে ফোনের মাধ্যমে বাবা ফয়জুর রহমানের সাথে প্রতিদিন বোবার মতো কথাবার্তা বলছেন কিন্তু তার কথাবার্তা স্পষ্ট না হওয়ায় ফারুক আহমদ কাতারে কোথায় আছেন তা পরিবারের লোকজন জানতে পারছেন না। কান্নাজড়িত কন্ঠে ফারুক আহমদের পিতা ফয়জুর রহমান কানাইঘাট নিউজকে জানান, আড়াই মাস পূর্বে উপজেলার দলইকান্দি গ্রামের রহিম উদ্দিন তার পুত্রকে ভিসা দিয়ে কাতারে নিয়ে যান এবং ফারুক আহমদ তার কাছে রয়েছে। কিন্তু রহিম উদ্দিনের সাথে বার বার তিনি ফোনে যোগাযোগ করলে কোন সময় ফোন রিসিভ করে কেউ আরবীতে কেউ ইংরেজীতে ও হিন্দীতে কথাবার্তা বলে। দুই দিন পূর্বে রহিম উদ্দিন ফোন দিয়ে তাকে জানায় তাহার ছেলে ফারুক আহমদ ভালো আছে, তার কিছুই হয়নি। ফারুক আহমদ কাতারের কোথায় আছে জানতে চাইলে রহিম উদ্দিন জানায় তারা দুজনের ‘কাতারের ছালিয়া থানায় ছেলারতউট’ নামক স্থানে রয়েছেন। ফারুকের পিতা ফয়জুর রহমান বলেন, রহিম উদ্দিন আমার কাছে ফোনে মিথ্যা কথা বলছে। আমার পুত্র আকার ইঙ্গিতে তাকে কাতার থেকে দেশে নিয়ে আসার জন্য প্রতিদিন বোবার মতো কথা বলে কান্নাকাটি করছে। ফারুকের চিন্তায় পরিবারের সদস্যরা বর্তমানে দিশেহারা হয়ে পড়েছেন। ফয়জুর রহমান তার বাকশক্তি হারা ছেলেকে উদ্ধার করে সঠিক চিকিৎসা এবং দেশে ফিরিয়ে আনার জন্য কাতার- বাংলাদেশ দূতাবাস সহ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়