Tuesday, June 14

কানাইঘাটে পৃথক সংঘর্ষে ১৫ জন আহত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে পৃথক সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক। তাদের সিলেট ওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গত সোমবার পাওনা টাকা নিয়ে উপজেলার বানীগ্রাম ইউপির নিজ দলইকান্দি আকুনি গ্রামের মৃত ইয়াসিন আলীর পুত্র শাহাব উদ্দিন (৪৫) এর সাথে একই গ্রামের মৃত জুনাব আলীর পুত্র বাহার উদ্দিন (৫০) বিরোধ ছিল। শাহাব উদ্দিন বাহার উদ্দিনের কাছে ২৫,০০০/- টাকা হাওলাদ বাবদ পেতেন। গত শুক্রবার গ্রামের মসজিদে শাহাব উদ্দিন তার পাওনা ২৫,০০০/- টাকা বাহার উদ্দিনের কাছে খোঁজলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় গ্রামের পঞ্চায়েতরা বিষয়টি সালিশে মিমাংসা করার জন্য উভয় পক্ষের কাছ থেকে ১,০০,০০০/- টাকা করে আমানত নেন। কিন্তু সালিশ বিচার ডিঙ্গিয়ে বাহার উদ্দিন গংরা গত সোমবার শাহাব উদ্দিনের গাছবাড়ী বাজারের চা-স্টলে ছড়াও হয়ে তার পক্ষের লোকজনদের উপর হামলা করে। খবর পেয়ে বাহার উদ্দিনের লোকেরা বাড়ি থেকে আসলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শাহাব উদ্দিনের পক্ষের অন্তত ১০ জন গুরুতর জখম হন এবং বাহার উদ্দিনের ২জন আহত হন।। আহতদের মধ্যে ৫জনকে সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মিছবাহ উদ্দিন (৫০), শাহীন আহমদ (৩২) এর অবস্থা আশংকা জনক। তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় আহতরা হলেন, জয়নাল (৪৫), সিরাজ উদ্দিন (৩০), কবির আহমদ (২১), ইজ্জত উল্লাহ (৪০), শাহাব উদ্দিন (৫৫)। অপরদিকে অটোরিক্সা সিএনজির ভাড়াকে কেন্দ্র করে চতুল বাজার সিএনজি স্ট্যান্ডের শ্রমিকদের সাথে কানাইঘাট লক্ষীপ্রসাদ বৃহত্তর বড়বন্দ এলাকার জনসাধারণের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত সিএনজি ভাড়া আদায় নিয়ে গত সোমবার বড়বন্দের কিছু লোকজন সিএনজি চালক মঈন উদ্দিন ও বিলাল আহমদকে মারধর করে। পাল্টা সিএনজি চালকরা বড়বন্দ গ্রামের কুতুব উদ্দিন ও তার পুত্র আবুল হোসেন সহ কয়েকজনকে চতুল বাজারে ধরে মারধর করে। এর জের ধরে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বড়বন্দ তৃতীয় খন্ড গ্রামের আলমাছ, আবুল, জহির, সিএনজি চালক চতুলের দুর্গাপুর গ্রামের মামুন রশিদ (৩৫) কে এলাপাতাড়ী ভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করলে তাকে উপজেলা হাসপাতাল থেকে সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এ নিয়ে অটোরিক্সা চালক ও বৃহত্তর বড়বন্দ এলাকার জনসাধারণের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। অনুরূপ ভাবে শাহাব উদ্দিন ও বাহার উদ্দিন গংদের মধ্যে সোমবারের সংঘর্ষের জের নিয়ে দু’পক্ষের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। দু’টি ঘটনায় কানাইঘাট থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়