Wednesday, June 15

মাকড়সার তৈরি সবচেয়ে বড় জাল! (ভিডিও)

কানাইঘাট নিউজ ডেস্ক:
মাকড়সার তৈরি সবচেয়ে বড় জাল! (ভিডিও) বিডিলাইভ ডেস্ক: ৪০ বছরের মধ্যে সবচেয়ে প্রবল বন্যার কবলে অস্ট্রেলিয়ার তাসমানিয়া। বানের পানিতে তলিয়ে গেছে চরাচর। সেখানকার মাকড়সাগুলো আশ্রয় নিয়েছে গাছপালার ওপর। ঝড়বৃষ্টি থেকে বাঁচতে তারা সেখানে সুবিশাল এক আবরণ তৈরি করেছে যা কিনা সম্ভবত মাকড়সার তৈরি সবচেয়ে বড় জাল। ওয়েস্টবারির স্থানীয় বাসিন্দা কেন পুসেটি ওই বিশালাকায় জালের ছবি তুলে প্রকাশ করেছেন। তিনি গার্ডিয়ান অস্ট্রেলিয়াকে বলেন, মাকড়সার জালটির বিস্তার প্রায় ৮০০ মিটার জায়গাজুড়ে। এ ঘটনা অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ওয়েস্টবারি এলাকার। লাখ লাখ মাকড়সা মিলে বেশ পুরু জালের ওই আবরণ তৈরি করেছে। অস্ট্রেলিয়ান মিউজিয়ামের সংগ্রহ ব্যবস্থাপক গ্রাহাম মিলেজ বলেন, বন্যাকবলিত ওয়েস্টবারির যেটুকু শুকনো জায়গা অবশিষ্ট ছিল, সেটা জাল বানিয়ে ঢেকে দিয়েছে মাকড়সার পাল। হয়তো তারা বুঝতে পেরেছে, এ রকম জালে আশ্রয় নিলে বাতাসই তাদের আরও ওপরে তুলে নেবে। এর ফলে বন্যার পানি থেকে নিরাপদে থাকা যাবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়