Sunday, May 1

কানাইঘাটে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪শ পরিবারের মাঝে মুসলিম হ্যান্ডসের এাণ বিতরণ


কানাইঘাটের লক্ষী প্রসাদ ইউনিয়ন, বড় চতুল ইউনিয়ন ও সদর ইউনিয়নে হঠাৎ বন্যা ও ঝড়ে ক্ষতি গ্রস্থ ৪০০ পরিবারকে আজ শনিবার বড় চতুল প্রাইমারী স্কুল মাঠ, কানাইঘাট সদর ইউনিয়ন মাঠ ও লোভা ছড়া চা বাগান সংলগ্ন মাঠে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল,বাংলাদেশ এর পক্ষথেকে রিলিফ বিতরণ করেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার মাওলানা গুফরান আহমদ চৌধুরী, সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মো আশরাফুজ্জামান। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্থ মানুষ দের কে ৫ কেজি চাল,১কেজি আলু,১কেজি ডাল,৫ পেকেট খাবার স্যালাইন, ১কেজি লবন, ২টি মোমবাতি, ২টি দিয়াসলাই, মুড়ি, ও ১লিটার সয়াবিন তেল দেয়া হয়। মুসলিম হ্যান্ডস ফুলতলী অফিসের কর্মী গণ উপস্থিত ছিলেন। মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর পক্ষথেকে কান্ট্রি ম্যানেজার মাওলানা গুফরান আহমদ চৌধুরী বড় চতুল হাই স্কুলে নগদ অনুদান প্রদান করেন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়