Sunday, May 1

কানাইঘাট সুরমা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক॥ উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের সাথে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে কানাইঘাট থানা পুলিশ। রোববার বিকেল অনুমানিক সাড়ে ৩টার দিকে কানাইঘাট বাজার সংলগ্ন দারুল উলূম মাদ্রাসার সামনে সুরমা নদীতে অজ্ঞাতনামা লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায় লোকজন। এক পর্যায়ে মোবাইল ফোনে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবিরকে বিষয়টি জানানো হয়। তিনি তাৎক্ষনিক ভাবে এস.আই কামাল, এস.আই তাপস চন্দ্র রায়, এস.আই ফারুক ও এস.আই জাহাঙ্গীর আলমকে ঘটনাস্থলে প্রেরণ করেন। ঘটনাস্থল থেকে তারা অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেন। পুলিশ সূত্রে জানা যায়, ভাসমান লাশটির সাথে কোন পরিচয়পত্র পাওয়া যায়নি। এমনকি পচন ধরায় ওই ব্যক্তির শরীর অনেকটা বিকৃত হয়ে গেছে। লাশটি ভারত থেকে ভেসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়